নিউজগার্ডেন ডেস্ক: দক্ষিণ চট্টলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী নাসেরা খাতুন রাজ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনন ইখতেয়ার সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সুমন শাহেদ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সেলিম নেওয়াজ, মোজাহের আহমদ, সাইদুল হোসেন, বাশঁখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মনজুরুল কিবরিয়া, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ঝর্না সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম দুলাল হোসেন। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ হতে দশম শ্রেনি পর্যন্ত এগারশত জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। এবার ১৫০ জন শিক্ষার্থী অত্র বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম কায়সারুল আহসান।