নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও এনএসি অটোমোবাইলস এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরীর গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯ টায় এ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ হামলার জন্য এক সাংবাদিককে দায়ী করেছেন ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী। এ সময় জাবেদ আবছার চৌধুরী গাড়িতে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত্তার ফুলের নিকটবর্তী কর্ণফুলী ব্রিজ সংযোগ সড়কে একটি পাজেরো জিপ গাড়িকে ৬/ ৭ জন সশস্ত্র যুবক গাড়ি থামিয়ে গাড়িটির দরজা খুলে জাবেদ আবছার কোথায় জিজ্ঞেস করে, তাকে না পেয়ে গাড়িটির উপর লোহার রড দিয়ে হামলা করে। এ সময় ভয়ে গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যান। গাড়িটির ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন গাড়ির মালিক জাবেদ আবছার চৌধুরী।
জানা যায়, জাবেদ আবছার চৌধুরীর গাড়ি কক্সবাজার থেকে শিক্ষাবিদ ডক্টর প্রিন্সিপাল সানাউল্লাহকে নিয়ে তার বাসভবনে পৌঁছে দেওয়ার পর গাড়িটি জাবেদ আবছার চৌধুরীর শহরের বাসভবনে আসার পথে বাকলিয়ার কে বি আমান আলী রোড অতিক্রম করার পর কর্ণফুলী ব্রিজ সংযোগ সড়কে ৬-৭ জনের সশস্ত্র গ্রুপ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় গাড়িতে জাবেদ আবছার চৌধুরী আছেন মনে করে গাড়ি থামায় এবং গাড়িতে তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং গাড়িটি ভাঙচুর করে।
নিউজগার্ডেন টোয়েন্টিফোর ডটকমকে জাবেদ আবছার চৌধুরী বলেন, এক সাংবাদিকের ভাড়া করা লোকজন এ হামলা চালিয়েছে। তার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
“আমার এলাকা থেকে রাহাত্তারপুল থেকে আমার বাসার দূরত্ব অনেক। আমি কেন ওখানে যাব? কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আমার কী করার আছে?”
এ ব্যাপারে জাবেদ আবছার চৌধুরী বলেন, এক সাংবাদিক আমার কাছ থেকে অব্যাহতভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে আমাকে নানান ভবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তার স্ত্রী পুলিশ কর্মকর্তা এই পরিচয় দিয়েও আমাকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে আসছিলো। আমার ধারণা সাংবাদিকের ভাড়া করা লোকজন এই ঘটনা ঘটিয়েছে আমি তাকে সন্দেহ করছি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান জাবেদ আবছার চৌধুরী।