
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর আওতাধীন খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেনকে খুলশী থানার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও কোতোয়ালী থানা যুবদল নেতা মো. আরিফ সোহেলকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, ডামি সরকার বিএনপির নেতাকর্মী ও জনগণের ওপর নিষ্ঠুর দমন-পীড়ণ চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির নেতাকর্মীদের টার্গেট করে গ্রেফতার এবং মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণের অমানবিক ও ন্যাক্কারজনক খেলায় মেতে উঠেছে অবৈধ সরকার। তবে কোন কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারই জনগণের ওপর স্টীমরোলার চালিয়ে বেশীদিন টিকে থাকতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।
নেতৃদ্বয় অবিলম্বে কারাগারে আটক নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।