নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডামি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসা একদলীয় সরকার ও এক ব্যক্তির শাসন কায়েমের জন্য দেশের স্বার্থ বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদের সব গণতান্ত্রিক কার্যক্রম রাষ্ট্রযন্ত্রের অপপ্রয়োগের মাধ্যমে বাধাগ্রস্ত করা হচ্ছে। জনগণ এই পরিস্থিতির অবসান চান। জনগণ বাঁচতে চান এবং দেশকে বাঁচাতে চান। আজকে দেশের মানুষের পেটে খাবার নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। এই মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা জড়িত। তারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে দেশের বাইরে অঢেল সম্পদ বানাচ্ছে। আর দ্রব্যমূল্য, মানুষের সমস্যা ও অভাব নিয়ে জনগণের সাথে রসিকতা করছে।
আওয়ামীলীগের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে। এই সরকার জনগণের সরকার না, জনগনের দুঃখ সরকার দেখে না, তাই দ্রব্যের দাম কমে না।
তিনি বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে লালদীঘির পাড়স্থ জহুর মার্কেটের সামনে সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভারত বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা পরিষদ চত্বর, লালদীঘির পাড়, জহুর মার্কেট ও সিনেমা প্যালেস এলাকায় স্থানীয় দোকানদার, পথচারী, যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষের মাঝে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামের লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দাবি করা হয় লিফলেটে।
ডা. শাহাদাত হোসেন গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রেণি পেশার মানুষকে এই সরকারের অবসান ঘটানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আবুল হাশেম বক্কর বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে ডামি প্রার্থী ও ডামি নির্বাচন কমিশনের মাধ্যমে ডামি নির্বাচন করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসেছে। তারা ২০১৪ সালে বিনা ভোটে, ২০১৮ সালে দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় বসে। এদের কাছে রাষ্ট্র নিরাপদ নয়, দেশের স্বাধীনতা নিরাপদ নয়।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের পরিচালনায় পথসভায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম। বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা সিহাব উদ্দিন মোবিন, মো. ইদ্রিস আলী, ইউছুপ শিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, আলাউদ্দিন আলি নুর, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সৈয়দ আবুল বশর, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, এড. ইমতিয়াজ উদ্দিন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ, দিদারুল আলম, দপ্তর সম্পাদক দিপক চৌধুরী কালু, থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরু, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. সালাউদ্দিন, আবদুল জলিল, শেখ রাসেল, আলিফ উদ্দিন রুবেল, মইনুদ্দিন খান রাজিব, যুবরাজ, রুম্মান আজফার, সামিয়াত আমিন জিসান, সালাউদ্দিন কাদের আসাদ, নুর জাফর রাহুল, আবদুর রহমান আলফজ প্রমূখ।