দীপ্তি ও শাহেদসহ ৪০ যুবদল নেতাকর্মীর আগাম জামিন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কোতোয়ালী, চাঁন্দগাও, আকবর শাহ ও হালিশহর থানায় পুলিশের দায়ের করা পৃথক ৪টি মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ যুবদলের ৪০ জন নেতাকর্মী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়রি) ২৪ইং হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের আদলতে আগাম জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আগাম জামিন প্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা হলেন মহানগর যুবদলের সহ সভাপতি শাহেদ আকবর, আকবর শাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির সি. সহ সভাপতি ইবনুল হাসান সবুজ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এন মোহাম্মদ রিমন, চাঁন্দগাও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. এরশাদুল আলম, মো. আলী আসমান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ইউনুছ, যুবদল নেতা পেয়ার আলী, মো. রাশেদ, আলী আকবর, মো. তুষার, সাদ্দাম, মো. সবর ও সুজনসহ প্রমুখ।

আসামী পক্ষে মামলার শুনানী করেন এড. এমডি মুজিবুর রহমান।

মন্তব্য করুন