নিউজগার্ডেন ডেস্ক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল (এসসিআইটিপি)-এর যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩ দিনব্যাপী “৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৪” শুরু হতে যাচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চেম্বারের প্রাক্তন সভাপতি এম. এ. লতিফ এমপি।
মেলায় ৪০টির মত প্রতিষ্ঠান প্রায় ৬০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে।
মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এফ-ফাইভ। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ডিডিএন এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে সফোস। টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংথ থ্রি এবং সাইবার সিকিউরিটি পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে বিটলস সাইবার সিকিউরিটি লিঃ।
এছাড়া মেলা চলাকালীন প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার আয়োজন রয়েছে। ১৭-১৯ ফেব্রুয়ারি মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।