নিউজ ডেস্ক

শীতার্ত মানুষদের মাঝে মাতৃসংঘ’র শীতবস্ত্র বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সভাপতি চন্দন ধর বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে মাতৃসংঘ কর্তৃক আয়োজিত শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। চন্দন ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের অহসায় ও দুস্থদের মাঝে এ শীত বস্ত্র তুলে দেন।

সরকারী কমার্স কলেজ ছাত্রলীগের সহসম্পাদক রাজ কুমার দে’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আওযামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। তিনি বলেন, শীত পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা জনপ্রতিনিধিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আজ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণন করা হচ্ছে। এজন্য আপনারা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শাহীন চৌধুরী।

মন্তব্য করুন