নিউজগার্ডেন ডেস্ক: হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরীকে কথিত মন্দির ভাঙ্গচুর মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন হাটহাজারী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি প্রফেসর মির্জা শহীদুল্লাহ বাবুল, আলহাজ্ব নুরুন্নবী তালুকদার, মোঃ শফিউল আলম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, গাজী জাফর আলম, মাওলানা মীর কাসেম, মোহাম্মদ ইউসুফ, এম. কে নবী, ফারুক ই আজম, আলহাজ্ব জাকির হোসেন চেয়ারম্যান, সিরাজুল ইসলাম রাশেদ, মোহাম্মদ শফিউজ্জামান, একরাম হোসেন সেলিম, এ্যাড. কে.এম ফরিদ, কাজী মোহাম্মদ মহসিন, মোহাম্মদ রফিক চেয়ারম্যান, সাফায়েতুল ইসলাম সাবাল, এম গিয়াস উদ্দিন, এম. ইলিয়াছ আলী, হারুন ডিলার, মুজিবুল হক বাবুল, মোহাম্মদ সেলিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে হাটহাজারীর গণ-মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত উপজেলা সাবেক চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, হাটহাজারী বিশ্ববিদ্যালয় সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জননেতা মাহবুবুল আলম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।