নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন চৌধুরীর স্মরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ২৩ ফেব্রুয়ারী-২৪ (শুক্রবার) শহীদ শফিকুন নূর মওলাহ হল ফটিকছড়ি অডিটরিয়ামে ৩ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন চৌধুরীর স্মরণে এক ভাষা দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম।
বক্তব্য রাখবেন যথাক্রমে সাংবাদিক প্রতিনিধি দৈনিক খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মার্শাল কবীর পান্নু, সেক্টরর্স কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বি কে বিশ^াস, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ডা: নূর উদ্দিন জাহেদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, কলামিষ্ট, গবেষক ও সংগঠক মাহমুদুল হক আনসারী, মুক্তিযোদ্ধা সংগঠক সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা শফি, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ। স্বাগত বক্তব্য রাখবেন স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক সরওয়ার হোসেন চৌধুরী।
সঞ্চালনায় বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক এড: আফসারুল হক। চট্টগ্রাম মহানগর পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম। ছায়পথ মানবাধিকারের ভাইস চেয়ারম্যান মো: শরিফ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফটিকছড়ি উপ জেলার যুগ্ম আহবায়ক এজহার চৌধুরী। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলার সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সচিব রফিকুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা আওয়ামী মহিলা নেত্রী রাজিয়া মাসুদ, সাবেক জেলা পরিষদ সদস্য উম্মে হাবিবা, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম রহমাান, মনোয়ারা বেগম প্রমুখ।
সভাকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আজ ২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) এক প্রস্তুতি সভা নগরীর অস্থায়ী কার্যালয়ে আহবায়ক সরওয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরীসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী ২৩ ফেব্রুয়ারী ভাষা দিবস ও স্মরণ সভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সভায় যথা সময়ে আমন্ত্রিত অতিথি ও মেহমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

 

মন্তব্য করুন