নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের উদ্যোগে এক বিশাল হকার্স সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মীরন হোসেন মিলন। চট্টগ্রাম হকার লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের পরিচালনায় উক্ত উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পাদুকা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: তফাজ্জল হোসেন জিকু, চট্টগ্রাম হকার্স লীগ এর সভাপতি বাবু প্রবীণ কুমার ঘোষ, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক তারেক হায়দার, চট্টগ্রাম সিটি হকার্স লীগের সভাপতি হারুনুর রশীদ, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহীন আহমেদ, কার্যকরি সদস্য মো. সোহেল সাব্বির, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির কোষাধ্যক্ষ মো. শাহ আলম, কার্যকরি সদস্য মো. টিটু, চট্টগ্রাম হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ হোসেন সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, মেট্রোপলিটন হকার্স সমিতি, চট্টগ্রাম হকার লীগ, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি, সিটি হকার্স লীগ ও টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির যৌথ উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি হকার উচ্ছেদের আড়ালে সিটি মেয়রের নির্দেশে লুটপাট, হামলা-মামলায় নিরীহ হকারদের নির্যাতন-নিপীড়নে জেল-জরিমানা ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হকারদের পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উক্ত সমাবেশে বক্তারা হকারদের পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালানীন সাবেক মেয়র মহোদয়গণের নির্দেশনা অনুসারে বিকাল ৩টা থেকে রাত ১১টা ও সরকারি ছুটির দিনে পূর্ণ দিবস ব্যবসার সুযোগ দেওয়ার দাবিতে সংহতি প্রকাশ করেন।