নিউজ ডেস্ক

রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করা পৃথিবীর ইতিহাসে গৌরবের: এস. এম ফজলুল হক

নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য (চাকসুর সাবেক ভিপি) বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করা ইহা পৃথিবীর ইতিহাসে অন্যতম গৌরবের সংগ্রাম। ভাষা অধিকারের সাথে আমাদের স্বাধীনতা-সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন ছিল বিধায় ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে।
মহান ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযান উপলক্ষ্যে হাটহাজারীর সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির একুশের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এস এম ফজলুল হক এসব কথা ব্যক্ত করেন।

জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দ আবুল কালাম বাছিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুইয়াশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন বিশ^বিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক এস এম শফিউল আযম, বিশেষ আলোচক ছিলেন জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক রাজনীতিবিদ এস এম সাঈদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এম ইলিয়াছ আলী, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, সহ-সভাপতি বোরহান চৌধুরী, উপ-সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হাজী জমির, মো: রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক মো: মোর্শেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো: নাজিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, সমাজ কল্যাণ সম্পাদক সাঈদ মোর্শেদ, পাঠাগার সম্পাদক মো: সাকিব, ক্রীড়া সম্পাদক আরফানুল হক বাদল, জাগৃতির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান, সম্মানি সদস্য ইউসুফ আলী, রেজাউল করিম বাবুল, এস এম রাশেদুল আলম, এ কে এম হেলাল উদ্দিন, কাজী এরশাদ উদ্দিন, জিয়াউদ্দিন আহমেদ মিজান, রাশেদ চৌধুরী, ইকবাল টিটু, মো: কফিল, মো: সাইমুম, মো: তৈয়ব সহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করেন মাওলানা আনাস মাদানী।

মন্তব্য করুন