নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চ যৌথ আয়োজনে ভাষা শহীদদের স্মরণে বুধবার চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, স্বরিচত কবিতা পাঠ, খালি গলায় গান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরগেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সংগঠনের উপদেষ্ঠা নাট্যকার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা, উপদেষ্ঠা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপক কুমার পালিত, জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি এম এ হাশেম, সাধারণ সম্পাদক কবি সুলতান আহমদ, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা, , সাংবাদিক ইমতিয়াজ ফারুকী, নাট্যকার রতন চক্রবর্ত্তী, জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সদস্য সংগীত শিল্পী বেবি মজুমদার নুপুর, মানবাধিকার কর্মী মোবারক হোসেন ভুইয়া, মাওলানা দেলোয়ার হোসাইন, শিশু শিল্পী নজিয়া সুলতানা আহনা, কবি শেখ ফারুক, উন্নয়ন কর্মী নরেশ^র দাশ, নারী উদ্যাক্তা সুপর্ণা মুৎসুর্দ্দী, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী ও সুরকার দিলীপ ভারতী, নারী নেত্রী রোজি চৌধুরী, সংগীত শিল্পী শিউলী আকতার, সাংস্কৃতিক কর্মী রতন বড়ুয়া প্রমুখ। ডিসি হীলে খালি গলায় গান ও কবিতার আড্ডা অনুষ্ঠিত হয়। সভায় এলাকা ভিত্তিক ভাষা সৈনিকদের তালিকা করে গেজেট আকারে প্রকাশ এবং ডিসিহীল চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের উম্মুক্ত করে দেয়ার দাবি জানান। ডিসিহীলের নজরুল স্কয়ার বন্ধ থাকায় চট্টগ্রামে সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক কর্মকান্ড চর্চা করতে পারছে না বলে অভিযোগ করেন।