নিউজগার্ডেন ডেস্ক: মহান ভাষা দিবস- ২০২৪ উপলক্ষে বন্দর নগরীর ঐতিহ্যবাহী ‘শাহ আমানত আইডিয়াল স্কুল’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল স্থানীয় ফাতেমা কনভেনশন হলে সম্পন্ন হয়েছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধনী দিবসে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মোহাম্মদ জাকের হোসেন। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এছাক গ্রুপ অব কোম্পানিজ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ আলী।
স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারী মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মাল্টিমুভ শিপিং ট্রেডিং লিঃ এর চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস সেন্টু, গাছবাড়ীয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক, এছাক ব্রাদার্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ম্যানেজার (একাউন্টস) মুনছুর আহমদ (তুষার), ওয়াশিল চৌধুরী পাড়া মহল্লা সমাজ কমিটির সহকারী সর্দার আব্দুল কাদের চৌধুরী, মোহাম্মদ নজরুল হক।
স্কুল পরিচলকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যাংকার হাজী মোহাম্মদ হানিফ, আব্দুলাহ ওমর বাহাদুর, মোহাম্মদ সেলিম, হাজী মোহাম্মদ মুসলিম উদ্দীন, জহির উদ্দিন, হাজী মনজুর আলম, আব্দুল হাকীম, মোহাম্মদ জাহেদ প্রমুখ।
অনুষ্ঠানে শাহ আমানত আইডিয়াল স্কুল ছাত্র-ছাত্রীদের নাটক, কৌতুক, গান সহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা অতিথি ও অভিভাবকদের মনমুগ্ধ করে তুলে।