চট্টগ্রামে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড খালাসী পুকুর পাড় হাজী নূর বেগম ফার্নিচার মাঠে গতকাল ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) অনুষ্ঠিত হয় ৯ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এতে মিশর, তানজানিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ক্বারিবৃন্দ কেরাত পরিবেশন করেন।

নানা রঙের লেজার লাইট, স্টেজজুড়ে লাল গালিচা, মঞ্চের সামনে যেন ‘তিল ঠাঁই আর নাহি রে’। ‘পাখির চোখে’ দেখলে বলবেন, এটি হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। আদতে এটি কেরাত সম্মেলনের মঞ্চ। যা এরইমধ্যে পুরো দেশবাসীর নজর কেড়েছে। মনোমুগ্ধকর এই মঞ্চটি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও খাজা রোড বলিরহাট খালাসি পুকুর পাড় ঐতিহাসিক হাজী নূর বেগম ফার্নিচার ময়দানের। সেখানে দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারীদের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত আর উপস্থিত হাজার-হাজার মুসল্লিরা আল্লাহু আকবর ধ্বনিতে শেষ হয়েছে ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

হাজী হামিদুল্লাহ জামে মসজিদ কমিটি, মুসল্লী পরিষদ ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার তত্ত্বাবধানে গতকাল ভোর থেকে রাত ১ টা পর্যন্ত মাওলানা নোমান সালেহের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই খালাসি পুকুর পাড় ঐতিহাসিক হাজী নূর বেগম ফার্নিচার ময়দানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি কানায় কানায় ভরে উঠে নূর বেগম ফার্নিচার ময়দান ও এর আশপাশ। এদিন কেরাত সম্মেলন উপলক্ষ্যে বলিরহাটে উৎসবের আমেজ বিরাজ করে। সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এ সম্মেলন।

মিশরের আন্তর্জাতিক ক্বারী শাইখ মুহাম্মদ আহমদ আবদুল হাফিজ আদ দুরানকি, তানজানিয়ার আন্তর্জাতিক ক্বারী ঈদী শাবান, ইরানের ক্বারী শাইখ সৈয়দসাদেক মুসল্লামি, তানজানিয়ার শাইখ আহমেদ, ইন্দোনেশিয়ার শাইখ সবরুদ্দীনসহ বিভিন্ন দেশের শীর্ষ ক্বারীরা সম্মেলনে কেরাত পাঠ করেন। তাদের সুমধুর কণ্ঠের তেলাওয়াতে অভিভূত হয়ে পড়ে শ্রোতারা।

দেশীয় ক্বারীদের মধ্যে কোরআন তেলোয়াত করেন চান্দগাঁও সাবানঘাট মৌলভী আছাদ আলী জামে মসজিদ’র খতীব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ক্বারী ফয়েজ উল্লাহ হেলালী, মাওলানা ক্বারী আনোয়ার, ক্বারী মাওলানা আতাউল্লাহ আজাদী, ক্বারী মাওলানা ইসমাঈল, ক্বারী মাওলানা হিজবুল্লাহ আল মুজাহিদ, ক্বারী মাওলানা আবদুর রশিদ, মাওলানা ক্বারী আব্বাস, ক্বারী মাওলানা ওমর ফারুকসহ প্রমুখ ক্বারীবৃন্দ।

দোয়া ও মুনাজাতা পরিচালনা করেন মাওলানা নোমান সালেহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক কামরুল হুদা, হাজী হামিদুল্লাহ জামে মসজিদ কমিটির সেক্রেটারী লুৎফর রহমান লিটন, লাভ বাংলাদেশের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সমাজসেবক মোহাম্মদ হোসেন, রাজনীতিবিদ খোরশেদ আলম, মো: ইয়াছিন সহ দেশ বরেণ্য ওলামা মাশায়েখরা।

মন্তব্য করুন