নিউজ ডেস্ক

স্মার্ট বাংলাদেশের স্মার্ট পোশাক শিল্প গড়ার লক্ষ্যে বিজিএমইএ সম্মিলিত পরিষদের প্রার্থীগণ প্রচার প্রচারণায় ব্যস্ত

নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ নির্বাচন ২০২৪-২০২৬ আগামী ০৯/০৩/২০২৪ উপলক্ষে দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে সম্মিলিত পরিষদের প্রার্থীগণ। অদ্য ২৫/০২/২০২৪ইং তারিখে চট্টগ্রামস্থ আগ্রাবাদ, দেওয়ানহাট ও মনছুরাবাদ এলাকায় তারা বিভিন্ন তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানে প্রচার প্রচারনা চালান। এ’সময় উপস্থিত ছিলেন- সম্মিলিত পরিষদের প্রার্থীগণ যথাক্রমে- বিজিএমইএ’র বর্তমান সহ-সভাপতি, জনাব রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি গ্রুপ), বর্তমান পরিচালক জনাব এম. আহসানুল হক, (এমহিকো ফেব্রিক্স (প্রাঃ) লিঃ) এবং জনাব মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস্ লিঃ), জনাব আমজাদ হোসেন চৌধুরী (হাই-ফ্যাশন লিমিটেড), জনাব মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম এ্যাপারেলস্্ লিঃ), জনাব মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্ট ইন্ডাঃ লিঃ), জনাব মোঃ আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস্্ লিঃ) এবং জনাব গাজী মোঃ শহিদ উল্লাহ (সনেট টেক্সটাইলস্্ ইন্ডাষ্ট্রিজ লিঃ)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক জনাব এ.এম. শফিউল করিম (খোকন) সহ বিভিন্ন পোশাক শিল্পের সম্মিলিত পরিষদ মনা সম্মানিত মালিকবৃন্দ।

এই শিল্পকে আরো বিনিয়োগ বান্ধব অবস্থানে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা, রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট পোশাক শিল্প গড়ার লক্ষ্যে আসছে ০৯ মার্চ, ২০২৪ইং তারিখে বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীগণকে পুর্ণ প্যানেলে জয়যুক্ত করার জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পোশাক শিল্পের সম্মানিত মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

মন্তব্য করুন