নানুপুর ও খিরাম চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ

এ. কে. এম. নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি: উপজেলা ফটিকছড়ির ১৪নং নানুপুর ও ২১নং খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচন ৯ই মার্চ অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীক না থাকায় চেয়ারম্যান প্রার্থীদের আনন্দ উৎসব মুখর পরিবেশে প্রচারনা ও গণসংযোগ জমজমাট হয়ে উঠেছে। সরজমিনে জানা যায়, প্রশাসন নিরপেক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণ করলে উপয্ক্তু জনসেবক চেয়ারম্যান নির্বাচিত হবে বলে প্রার্থীরা অভিমত ব্যক্ত করেছেন। ১৪নং নানুপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে- মোঃ শফিউল আজম (মোটর সাইকেল মার্কা), মোঃ রেজাউল ইসলাম রুবেল (টেলিফোন মার্কা), সৈয়দ বদরুল হোসেন (অটো রিক্সা মার্কা), নুরুন নবী রোশন (আনারস মার্কা) এবং ২১নং খিরাম ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে- মোঃ হাসান (ঘোড়া মার্কা), শহিদুল আলম (অটো রিক্সা) ও মোঃ সোরাব হোসেন সৌরভ (আনারস মার্কা) প্রতীক নিয়ে প্রত্যেকেই স্ব স্ব এলাকায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ চালাচ্ছে। কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর কাছে তাদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, তাঁরা বলেছেন ভোট ডাকাতি ও কেন্দ্র দখল নিয়ে কোন প্রকার গন্ডগোল পরিস্থিতি সৃষ্টি না হলে ভোটারেরা তাদের পছন্দমত ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। সূত্রে জানা যায়, ১৪নং নানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৮ জন মহিলা সহ ৩১জন পুরুষ এবং ২১নং খিরাম ইউনিয়নে ০৮ জন মহিলা সহ ২৩জন পুরুষ মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করেছে। নানুপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ২২,৫১৪ এবং খিরাম ইউনিয়নে ৮,৯৫৫ ভোটার রয়েছে বলে সূত্রে প্রকাশ। কয়েকজন ভোটারদের কাছে জানতে চাইলে, তাঁরা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারেরা উপযোক্ত সেবক হিসাবে চেয়ারম্যান নির্বাচিত করবেন। উপরোক্ত বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন