নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান চট্টগ্রাম জেলা কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন।
তিনি সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাতে দেড় মাস কারাগারে থাকার পর মুক্তি পান। তিনি হাই কোর্ট থেকে জামিন লাভ করেন। জামিন লাভের পর জেলগেইটে বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা দেন। এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন সহ নেতৃবৃন্দ।
বিগত দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন সময়ে নগরীর কোর্ট বিল্ডিং এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। চান্দগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছিল।
তিনি রাজনীতির পাশাপাশি বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সহ সভাপতি ও সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রিমন দাস ও এডভোকেট মারুফ।
এছাড়া চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপুও তার সাথে কারামুক্তি লাভ করেন।