এ. কে. এম. নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি: উপজেলা ফটিকছড়ির গোপালঘাটা গ্রামের নিজ বাড়ীতে গতকাল সোমবার সন্ধ্যায় এক সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মূহুরী বক্তব্যে ফটিকছড়ি পৌরসভাস্থ রাঙ্গামাটিয়া গ্রামের হযরতুলহাজ্ব শাহ্সুফি আল্লামা সৈয়দ মির আহম্মদ মুনিরী (রহঃ) এর জীবনের গুনর্কীতি উল্লেখ্য করে বলেছেন ওনার কবরে জিয়ারত করলে মন মানসিক শান্তি পাই এবং যে যেই নিয়্যতে ওনাকে স্বরণ ও শ্রদ্ধা করে তার সুফল পাওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেছেন। পরিশেষে তিনি ফটিকছড়ি বাসীর প্রতি স্বশ্রদ্ধা সালাম দোয়া জানিয়ে বলেছেন, আসন্ন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। তিনি আরও বলেন নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও তিনি দলের উদ্ধর্তন নেতাদের অনুমতিও পরামর্শে প্রার্থী হবেন। ফটিকছড়ি বাসীর সেবা ও উন্নয়ন লক্ষ্যে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা করে ফটিকছড়িবাসীর প্রতি দোয়া কামনা করেন।