২য় আইটিএফ তায়কোয়ান্ডো-দো টেকনিক্যাল সেমিনার সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: আইটিএফ বাংলাদেশ চট্টগ্রাম এর উদ্যোগে ২য় আইটিএফ তায়কোয়ান্ডো-দো টেকনিক্যাল সেমিনার ১ মার্চ ফোজদারহাট প্রশিক্ষণ কেন্দ্রে সম্পন্ন হয়েছে। আইটিএফ বাংলাদেশ এর সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সার্জেন্ট (অবঃ) এইচ এম মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক শিহান প্রফেঃ অজয় দে,কোচ এন্ড রেফারি বাংলাদেশ জাতীয় কারাতে, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক উশু জাজ ও প্রশিক্ষক ডাঃ মোঃ শফি। বিশেষ অতিথি ছিলেন আইটিএফ উপদেষ্টা শামিমা আহমেদ চৌধুরী। সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ও জাতীয় কারাতে রেফারি আব্দুল হান্নান কাজল,আইটিএফ কোচ মোঃ আইয়ুব আলী, উশু কোচ মোঃ সাজ্জাদ হোসেন,প্রফেসর রুপন ধর, ডাঃ মোঃ আলমগীর। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা সনদপত্র ও মেডেল প্রদান করা হয়।

 

মন্তব্য করুন