গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোতোয়ালী থানা যুবদলের বিক্ষোভ মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কোতোয়ালী থানা যুবদল।

রবিবার (৩ মার্চ) বিকালে কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরুর নেতৃত্বে নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে মিছিল শুরু করে বৌদ্ধ মন্দির, লাইভলেইন, নুর আহমদ সড়ক হয়ে কাজীর দেউরি মোড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় নুর হোসেন নুরু বলেন, দ্রব্যমূল্যের চরম উর্ধগতিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এরমধ্যে দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের জীবনকে আরও ভোগান্তির মধ্যে ফেলবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে সমন্বয়ের নামে পর্যায়ক্রমে ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। মূলত আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। গ্যাস সংকট জিইয়ে রেখে এলএনজি’র ব্যবসার দ্বার খোলা হয়েছে। সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসার মাধ্যমে নিজেদের পকেট ভরছেন। তিনি বিদ্যুৎসহ জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নাগরিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন আলকরন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিটু, মহানগর যুবদলের সহ কোষাধ্যক্ষ মো. হাসান, সহ সমবায় সম্পাদক ফারুক হোসেন স্বপন, সহ পরিবেশ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আবদুল্লাহ আল মামুন, আইয়ুব আলী পুতিন, কোতোয়ালী থানা যুবদল নেতা ওমর ফারুক, মো. কায়ছার, এহসান আহমদ সোহেল, আবদুল্লাহ আল কাইয়ুম সুমন, শহীদুল্লাহ শহীদ, শাহ আলম, জাহাঙ্গীর আলম, মো. বেলাল, শামসুল আলম সামসুল, মন্জুর মিয়া, মো. হাবীব, নাছির উদ্দীন, মো. মুন্না, থানা বাস্তুহারা দলের আহবায়ক মো. রাসেল, বাকলিয়ার আহবায়ক তৈয়ব সওদাগর, বাকলিয়া শ্রমিকদলের সভাপতি আবুল কালাম, বক্সির হাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালু, যুবদল নেতা আল আমিন, কামাল উদ্দীন, জালাল উদ্দীন, মো. শাকিল, মো. সৌরভ, মো. ফরহাদ, মো. কায়ছার, মনিরুল ইসলাম আবির, মো. রাকিব প্রমুখ।

মন্তব্য করুন