নিউজগার্ডেন ডেস্ক: বিজিএমইএ নির্বাচন ২০২৪-২০২৬ উপলক্ষ্যে গত ২ মার্চ (শনিবার) রাত্রে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সভাপতি জনাব এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব এস এম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিজিএমইএ’র সভাপতি জনাব ফারুক হাসান, বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি জনাব মোস্তফা গোলাম কুদ্দুস ও জনাব এস এম ফজলুল হক, বিজিএমইএর পরিচালক ও ঢাকা-১৮ আসনের মাননীয় সাংসদ মোঃ খসরু চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ জনাব আবদুচ ছালাম, হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ। বক্তাগণ পোশাক শিল্পের বর্তমান সংকট কালীন মুহুর্তে কাস্টমস্, বন্ড, বন্দর সহ অন্যান্য কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদনে রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়নের কথা উল্লেখ করেন। পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষার্থে ব্যাংকের সুদের হার সহনীয় পর্যায়ে রাখার উপর গুরুত্ব দেন। বিজিএমইএ’র প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি সম্মিলিত পরিষদের সুদক্ষ নেতৃত্বে সংগঠনটিকে আজকের এই অবস্থানে আসীন হতে সহায়তা করেছে। সম্মিলিত পরিষদের আন্তরিক প্রচেষ্টার ফলে এই শিল্পের সিংহ ভাগ অর্জনে ছিল তাদের অপ্রতুল অবদান। এই সংগঠনের অভিজ্ঞতা অতুলনীয়। সম্মিলিত পরিষদই পোশাক শিল্প মালিকদের পরীক্ষিত সংগঠন। আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থীদেরকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সম্মিলিত পরিষদের প্যানেলের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন বিজিএমইএ’র সাবেক সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এসএম মান্নান কচি’র নেতৃত্বে এবার নির্বাচনে লড়বেন এই প্যানেলের প্রার্থীরা। এই প্যানেলে ঢাকা থেকে মোট ২৬ জন রয়েছেন তারা হলেন- আব্দুল্লাহ হিল রাকিব (ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড), শহিদউল্লাহ আজিম (ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড), মো. মহিউদ্দিন রুবেল (ডেনিম এক্সúার্ট লিমিটেড), খন্দকার রফিকুল ইসলাম (ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেড), শেহরিন সালাম ঐশী (এনভয় ডিজাইন লিমিটেড), মো. শাহাদাত হোসেন (ফর্টিস গার্মেন্টস লিমিটেড), মো. রেজাউল আলম (মিরু) (গালপেক্স লিমিটেড), মো. জাকির হোসেন (কাইজার নিটওয়্যার লিমিটেড), মো. ইমরানুর রহমান (লায়লা স্টাইলস লিমিটেড), মো. আশিকুর রহমান (তুহিন) (মেসিস গার্মেন্টস লিমিটেড), মিরান আলী (মিসামি গার্মেন্টস লিমিটেড), নুসরাত বারী আশা (মমসন সার্ভিসেস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড), মো. নুরুল ইসলাম (নিউটেক্স ডিজাইন লিমিটেড), মো. নাসির উদ্দিন (সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেড), আবরার হোসেন সায়েম (সায়েম ফ্যাশন লিমিটেড), শামস মাহমুদ (শাশা গার্মেন্টস লিমিটেড), মোহাম্মদ সোহেল সাদাত (শিন শিন এপারেলস লিমিটেড), শোভন ইসলাম (স্প্যারো এপারেলস লিমিটেড), আনোয়ার হোসেন মানিক (টেক্সটাউন লিমিটেড), সাইফুদ্দিন সিদ্দিকী সাগর (টি.এম.এস ফ্যাশন), হারুন অর রশীদ (টিআরজেড গার্মেন্টস), আরশাদ জামাল টিপু (তুসুকা ফ্যাশনস), আসিফ আশরাফ (ঊর্মি গার্মেন্টস), মেজবাহ উদ্দিন খান (উইন্ডি এপারেলস) ও রাজীব চৌধুরী (ইয়ং ফর এভার টেক্সটাইল)। চট্টগ্রামের ৯ জন প্রার্থী- সৈয়দ নজরুল ইসলাম (ওয়েল ডিজাইনার্স লিমিটেড), রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি এ্যাপারেলস লিমিটেড), মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস), আমজাদ হোসেন চৌধুরী (হাই ফ্যাশন), এম আহসানুল হক (এমহিকো ফেব্রিক্স লিমিটেড), মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম এপারেলস), মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্ট), মো. আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস), গাজী মো. শহিদ উল্ল্যাহ (সনেট টেষ্টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। উল্লেখ্য, আগামী ৯ মার্চ ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স ও চট্টগ্রামের খুলশীস্থ বিজিএমইএ ভবনে বিজিএমইএ নির্বাচন (২০২৪-২০২৬) অনুষ্ঠিত হবে।
সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ও বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি জনাব এসএম মান্নান কচি বলেন, পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিজিএমইএ পোশাক শিল্প মালিকদের আশা-আকাঙ্খার কেন্দ্রস্থলে পরিণত হবে।
উক্ত সভায় বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি সর্ব জনাব শাহাবুদ্দিন আহমেদ, নাছির উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মঈনুদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালকবৃন্দ সহ ঢাকা ও চট্টগ্রামের বিপুল সংখ্যক পোশাক শিল্প মালিক উপস্থিত ছিলেন।