প্রয়াত ছাত্রনেতা আরজু’র কবর জিয়ারত করেন ডাঃ শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: হাটহাজারী উপজেলা ও হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, প্রয়াত ছাত্রনেতা হাসান জাহান আরজু’র দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ডস্থ ফতেয়াবাদে পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন।

এই সময় নগর বিএনপি’র সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব খাঁন, মোহাম্মদ ইউসুফ, সাবেক ছাত্রনেতা জসীম উদ্দীন চৌধুরী, ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট খোরশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার জাহান পুতুল, সহ-সাধারণ সম্পাদক আবুল মনসুর, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন তালুকদার, যুবদলের আহবায়ক শাহজাহান খাঁন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, বিএনপি নেতা সালাউদ্দিন মেম্বার, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন কাদের আসাদ, ১নং দক্ষিণ পাহাড় ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জাহান মুন্না, সহ-সভাপতি এস.এম নিজাম উদ্দিন তুহিন, আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সম্পাদক জুবাইদুল আলম জুয়েল, নুরুল হুদা হৃদয়, ইয়ামান মজুমদার, সাংগঠনিক সম্পাদক জি.এম হাসিবুল করিম রাফি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা শাহজাহান চৌধুরী মঞ্জু।

মন্তব্য করুন