অদ্য বিকাল ৫ ঘটিকার সময় ইপিজেডস্থ আউটার রিং রোড চত্বরে মাদারল্যান্ড গার্মেন্টেস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আউটার রিংরোড চত্বরে শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও রিনা হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারলান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেত্রী সালেহা ইসলাম সান্তনা, প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রম মিশন ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক নেতা মোঃ কামরুল হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা ফাতেমা আক্তার, গাজীপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদিকা খুশি আক্তার রিমি, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নেত্রী মরিয়ম আক্তার প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় সভানেত্রী সালেহা ইসলাম সান্তনা তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীদের সম্মানের স্বীকৃতি। তাই যে সমস্ত নির্যাতিত নারী নির্যাতনের শিকার হচ্ছে, অধিকারবঞ্চিত হচ্ছে- তাদের পাশে আমরা মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে যেকোনো কর্মসূচি নিয়ে নির্যাতিত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সর্বদায় প্রস্তুত। নারী শক্তি বৃদ্ধি করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান করেছেন। প্রধান বক্তা মোহাম্মদ আল-আমিন সাধারণ সম্পাদক তার বক্তব্য বলেন নারী-পুরুষ সমতা গড়ে তোল একতা। দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নতির জন্য নারী-পুরুষ উভয় সচেতনভাবে কাজ করতে হবে। এ কথা বলে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।