চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলদার সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন ও অমানবিক সরকার। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ পরিবার পরিজনের ভরণপোষণ মিটাতে দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির জন্য সরকারের সিন্ডিকেট দায়ী। এই সিন্ডিকেটের সদস্যদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। মধ্যবিত্ত মানুষ দরিদ্র হয়েছে। আর সরকার দুর্নীতি করছে। অপরদিকে বিএনপি বিগত ১৭ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। এর উপরে সরকারের দমন, নিপীড়ন ও হামলা, মামলায় জর্জরিত নেতাকর্মীরা এখন নিঃস্ব প্রায়। তারপরও জনগনের দল হিসিবে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থাকে।
তিনি রবিবার (১০ মার্চ) বিকালে নগরীর কাজীর দেউরী ব্যাটারী গলিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য দায়মুক্তি আইন করেছে। হাজার কোটি টাকা আওয়ামী সিন্ডিকেটের সদস্যরা প্রতি বছর বিদেশে পাচার করছে। এই সরকার দেশ বিদেশে হাইব্রিড সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ফিরিয়ে আনতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে। এজন্য আন্দোলন প্রয়োজন। সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের রাস্তায় নামতে হবে।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, শহীদুল ইসলাম চৌধুরী, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইন। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ সম্পাদক আসাদুর রহমান টিপু, আনোয়ার হোসেন আনু, মো. ইদ্রিস সবুজ, মো সরোয়ার, কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. সেকান্দর, জিয়া উদ্দিন বাবলু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আনাস জিহান, বিএনপি নেতা জামাল সরদার, ফজর আলী, মো. জাবেদ, নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, সফিক আহমেদ, মো. হাসান, নাদিম প্রমূখ।