নানুপুরে রওশন এবং খিরামে সৌরভ চেয়ারম্যান নির্বাচিত

ফটিকছড়ি প্রতিনিধি, নাজিম উদ্দিন চৌধুরীঃ উপজেলা ফটিকছড়ির ২১নং খিরাম ও ১৪নং নানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ ৯ মার্চ ২০২৪ইং তারিখে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। খিরাম ইউপি নির্বাচনে শোহরাব হোসেন সৌরভ আনারস মার্কা ২ হাজার ৬ শত ৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ শহিদুল আলম অটোারিক্সা মার্কা ১ হাজার ৯ শত ৫৬ ভোট পেয়েছে। নানুপুর ইউনিয়নে নুর নবী রওশন আনারস মার্কা ৭ হাজার ১শত ৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ শফিউল আজম মোটর সাইকেল মার্কা ৪ হাজার ৬ শত ৭২ ভোট পেয়েছেন। এছাড়া মোঃ রেজাউল ইসলাম রুবেল টেলিফোন মার্কা ৩৪ ভোট এবং সৈয়দ বদরুল হোসেন অটোরিক্সা মার্কা ১১৫ ভোট পেয়েছেন। ভোট চলাকালীন ভোটারদের উপস্থিতিতি কম দেখা গেছে এবং কয়েকটি কেন্দ্রে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছে। ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা জানান শান্তি পূর্ণ পরিবেশে উক্ত ২ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন