নিউজগার্ডেন ডেস্ক: সব শ্রেণি পেশার মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চান্দগাঁও ৪ নং ওয়ার্ড সিটি করপোরেশন (চসিক) আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে চান্দগাঁও খাজা রোড সাবানঘাটা ৫ নং ওয়াসা নরুজ্জামান সড়কে দিনব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার (ইউপিএইচসিডিপি) সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহ পরিচালনা ও বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন’র স্বাস্থ্য বিভাগ।
প্যারামেডিক ইনচার্জ ডা: তানিয়া আকতারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক কামরুল হুদা, সমাজসেবক মোহাম্মদ হোসেন, মো: এয়াকুব, ইমাম হোসেন, শাহ আলম, ফিল্ড সুপার ভাইজার মো: জিয়াউল হক, সার্ভিস প্রমোটর রিংকন বড়ুয়া জয় কান্তি সুশিল, পরিবার পরিকল্পনা পরিদর্শক পিংকী বড়–য়া, পরিবার পরিকল্পনা সহকারী বিচিত্রা দে, তৃষ্ণা মল্লিক, মো: মাসুদ, মো: হৃদয় প্রমুখ। সার্বিক সহযোগিতায় নুরুল আজিম ফাউন্ডেশনের মো: আয়ুব উদ্দিন মোকতিয়ার।