নিউজ ডেস্ক

মুজাফরাবাদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিগোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: মুজাফরাবাদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন শেষে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক গোপা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী মেহেরুন্নেছা এবং পবিত্র গীতা পাঠ করে একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্রী জয়ন্তী দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দ, সহকারী অধ্যাপক কৌশিক চৌধুরী, জ্যেষ্ঠ প্রভাষক নুরুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক নাছরীন আখতার, প্রভাষক কনিকা দাশ, প্রভাষক গোপা চৌধুরী, প্রভাষক আব্দু শুকুর, প্রভাষক প্রবীর মিত্র, প্রভাষক মোহাম্মদ বাবলুর রহমান ও প্রভাষক মোহাম্মদ রেজাউল করিম।

মন্তব্য করুন