বাংলাদেশী জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কবলে

নিউজগার্ডেন ডেস্ক: ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ। ওই জাহাজে ২৩ জন বাংলাদেশী নাগরিক জলদস্যুদের হাতে জিম্মি আছেন। জাহাজটি কেএসআরএম গ্রুপের। কেএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা ১টার দিকে তারা বিষয়টি জানতে পেরেছেন। জাহাজের বাংলাদেশী ক্রুরা সবাই ভালো আছেন বলেও জানান শাহরিয়ার জাহান। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে আরব আমিরাতের হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। প্রায় ৫০ এর বেশি জলদস্যু জাহাজটিতে উঠে জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

মন্তব্য করুন