জান্নাতুল নাঈম চৌধুরী রিকু: সৌদি আরবের মক্কায় প্রবাসী ফোরাম সৌদি আরব ও পেশাজীবিদের পক্ষ থেকে ইফতার মাহফিল, সংবর্ধনা ও দোয়া মাহফিল এম এ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ মার্চ) মক্কার অভিজাত হোটেলে এ আয়োজন করে মক্কা প্রবাসী ফোরাম।
এতে প্রধান অতিথি ছিলেন আল জামিল এয়ার ট্রাভেল এন্ড হজ¦ সার্ভিসের চেয়ারম্যান সৈয়্যদ মুহাম্মদ এমরান, প্রধান আলোচক ছিলেন শায়েখ এ এফ এম ওয়াহীদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন রাশেদুল ইসলাম তালুকদার, মুরাদ সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সৈয়দ মোহাম্মদ এমরান বলেন, সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করা, প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুপ্রাণিত করাসহ বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি যেকোন ধরনের অপপ্রচার বন্ধে সৌদি আরব মক্কা প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনে যেকোন বিষয়ে পাশে থাকবেন বলে জানান সৌদি আরব মক্কা প্রবাসী ফোরাম নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সৌদি আরব মক্কা প্রবাসী ফারামের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।