দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ জানুয়ারী ডামি নির্বাচনের পর ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। নির্বাচনের পর তারা দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে দিয়েছে। নিত্য পণ্যের বাজার এখন অস্থির। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েক গুন। মানুষ এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। কিন্তু বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন নজরদারি নেই, সরকারের নজর লুটপাটে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার প্রমান করেছে নাগরিক সেবায় তারা ব্যর্থ। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙ্গার কর্মসূচিতে। তারা আবারও টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে।

তিনি শুক্রবার (১৫ মার্চ) বিকালে নগরীর অলংকার মোড়স্থ আলিফ হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে আকবর শাহ থানা জাসাসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি অবিলম্বে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল সহ নিত্য পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান।

আকবর শাহ থানা জাসাসের সভাপতি আব্দুল হান্নান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন ভান্ডারীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবর শাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, মহানগর বিএনপি নেতা আলী আজম চৌধুরী, মহানগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু, সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ, শেখ জামিল হোসেন, নজরুল ইসলাম তুহিন, ফজলুল হক মাসুদ। বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, থানা বিএনপির সহ সভাপতি মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফজলু মাষ্টার, থানা মহিলাদলের সভাপতি জোহরা বেগম, জাসাস নেতা খায়রুল বারী আইরিশ, মহিউদ্দিন জুয়েল প্রমূখ।

মন্তব্য করুন