নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এস এম মোশাররফ উদ্দিন বুধবার (২০ মার্চ) ভোর ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বুধবার বাদে আসর চান্দগাঁও নুরুজ্জামান নাজির বাড়ী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মোশাররফ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মোশাররফ উদ্দিনের অকাল মৃত্যুর সংবাদ ছিল আমাদের জন্য ভীষণ বেদনার। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ নেতা। সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের ব্যাক্তিগত সহকারী থাকাকালে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি যে অবদান রেখেছেন নেতাকর্মীরা তা কোনোদিন ভুলবে না। বর্তমান রাজনৈতিক সংকটকালীন সময়ে তার মত যোগ্য নেতার খুবই প্রয়োজন ছিল।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
চান্দগাঁও থানা বিএনপি নেতা মোশাররফ উদ্দিনের ইন্তেকাল, বিএনপির শোক
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এস এম মোশাররফ উদ্দিন বুধবার (২০ মার্চ) ভোর ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বুধবার বাদে আসর চান্দগাঁও নুরুজ্জামান নাজির বাড়ী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মোশাররফ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মোশাররফ উদ্দিনের অকাল মৃত্যুর সংবাদ ছিল আমাদের জন্য ভীষণ বেদনার। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ নেতা। সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের ব্যাক্তিগত সহকারী থাকাকালে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি যে অবদান রেখেছেন নেতাকর্মীরা তা কোনোদিন ভুলবে না। বর্তমান রাজনৈতিক সংকটকালীন সময়ে তার মত যোগ্য নেতার খুবই প্রয়োজন ছিল।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।