চট্টগ্রাম’র চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশার বিস্ফোরণে দগ্ধ চালক

মো: আমিনুর রহমান সাকিব, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম’র চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশার বিস্ফোরণে দগ্ধ হয়ে চালক মারা গেছেন। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে। আজ সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশের উপজেলার বরুমতি মাজার পয়েন্ট ব্রীজের দক্ষিণে কলঘর নামক চট্টগ্রাম ককসবাজার মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিমিষের মধ্যে আগুনের লিলিখানে চালক ও সিএনজি ভস্মিভূত হয়ে যায়। চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুহুল আমিন বলেন, খবর পেয়ে একটি ইউনিট অকুস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে ও ততক্ষনে বিস্ফোরণে চালকের মৃত্যু ঘটে। রিপোট লেখা পর্যন্ত চালক প: ঢেমশা আলী নগর ২ নং ওয়ার্ডের মফিজুর রহমানের পুত্র আবদুস সবুর (২৮) বলে জানা গেছে।

 

 

মন্তব্য করুন