নিউজ ডেস্ক

পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের ইফতার ও মতবিনিময় সভা

নিউজগার্ডেন ডেস্ক: পযর্টন শহর কক্সবাজার জেলার শতবর্ষী প্রাচীন হাই স্কুল পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন থেকে এসএসসি উত্তীর্ণ প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন” গঠনকল্পে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর জামাল খান রোডের বু বু ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়। ২০০০ সালের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ নেজাম উদ্দিনের কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আমিরুল মোস্তফা (ব্যাচ-১৯৮২)। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে অভিজ্ঞতা/স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন সর্বজনাব আশিক আহমদ, মাহফুজুল হক, এসএম গিয়াস উদ্দিন, মোহাং আব্দুল মান্নান, মো: মুজিবল হক, বাবলা বিশ্বাস, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ বেলাল উদ্দিন, রফিক আহমদ, মুসলেহ উদ্দিন চৌধুরী, মো: সাজ্জাদুল হক, আজমত হোসেন, হারুন-অর-রশিদ, মো: মাহতাব হাসান পাভেল, বেলাল মাহমুদ বাবুল, মো: সাহেদ উল্লাহ ছিদ্দিকী, মোহাম্মদ হোছাইন, সাইফুর রহমান, মোহাম্মদ এমরান, নাজিম উদ্দীন, মোহাম্মদ নেজাম উদ্দিন, ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, মোহাম্মদ মামুন উর রশিদ, মোহাম্মদ এনামুল হক, তাসিফুর রহমান মনির, জাহেদ হোছাইন, সায়েদ করিম, ছরওয়ার কামাল, মো: আকিক চৌধুরী, তাহসিনুল করিম, সৈয়দ মো: ওয়াহিদ, ফোরকান বিন কামাল, রাশেদুর রহমান, লুৎফর মোহাম্মদ হাফিজ, সাঈদ আনোয়ার জিহাদ, আহসান হাবীব, মো: রোমন, মো: তামিম। সভায় প্রফেসর আমিরুল মোস্তফা-কে আহবায়ক এবং বাবলা বিশ্বাস-কে সদস্য-সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য হলেন যুগ্ম আকবায়ক সর্বজনাব আশক আহমদ, মাহফুজুল হক, এসএম গিয়াস উদ্দিন, সাব্বির ইকবাল সুমন, এডভোকেট আবদুল মান্নান, এডভোকেট মোহাম্মদ ইউনুচ, ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, নাসির উদ্দিন এবং কার্যকরি সদস্যরা হলেন- সর্বজনাব মুজিবুল হক, মো: রফিক আহমদ, মুসলেহ উদ্দিন চৌধুরী, মো: সাজ্জাদুল হক, হারুন-অর-রশিদ, বেলাল মাহমুদ বাবুল, মো: সাহেদ উল্লাহ ছিদ্দিকী, ওসি মোহাম্মদ হোছাইন, এডভোকেট নজিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সায়েদ করিম ও ফোরকান বিন কামাল। সভায় সর্বস্মতিক্রমে আগামী ০৭ এপ্রিল ২০২৪ তারিখ সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চকবাজার গোলজার টাওয়ারস্থ ৬তলায় চিটাগং ল ইনস্টিটিউট কার্যালয়ে একটি সভা করার সিদ্ধান্ত হয়। এতে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন, আজীবন সদস্য ফরম তৈরি যাতে এসএসসি সনদ সংযুক্ত থাকবে, ফি নির্ধারণ, অনলাইনে ফরম পুরণ ও চাঁদা পরিশোধ/পেমেন্ট পদ্ধতি ও সদস্য সংগ্রহ অভিযান ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

মন্তব্য করুন