বিখ্যাত বাংলা কবিতা

আমি সেই বাঙালি
মাহমুদুল হাসান নিজামী

আমি সেই বাঙালি সেই বয়স যাহার
সাত হাজার বর্ষ অথবা সাড়ে সাতহাজার ।
আমি সেই বাঙালি পূর্বপুরুষ যার
হেমিটিক জাতির জনক -হাম-জনক আমার।
লাল সবুজে বীরত্ব আমার চেতনা অশেষ
সমগ্র বাংলা আমার বাংলাদেশ।
আমি সেই বাঙালি যার প্রসূতি ঘর
-আমি বাঙালি -দ্বিতীয় মনু বা নূহের বংশধর ।
আমি সেই বাংলাদেশি
যার মানচিত্র ছিল হিমালয় থেকে মেঘালয়
আমার স্বাধীন প্রথম বাংলাদেশ
ছয়শত শতকের বঙ্গদেশ
যশোধর্মনের বঙ্গদেশ
উপমহাদেশে যখন ছিল না কোন দেশ
তখনো হিমালয় থেকে মেঘালয় ছিল একটি দেশ বঙ্গদেশ আমার বাংলাদেশ ।
আমার স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় জনক
তেরশো শতকের সুলতানী শাসক
ফখরুদ্দিন মোবারক শাহ
আমার গৌরবের সেই রাজধানী সোনার গাঁ ।
আমার প্রথম বাঙালি শাহে বাঙ্গাল
তেরশো শতকের সুলতানী রাজা ইলিয়াছ শাহ ।
আমরা সবাই বাঙালি
হিমালয় থেকে মেঘালয়
আমার বাংলাদেশ ।
হেমিটিকের উত্তর পুরুষ বঙ্গ
আমার বাঙালি জাতির জনক ।
আমি যশোধর্মন- বিজয় সেন
শরৎচন্দ্র বসু – ফখরুদ্দিন মোবারক শাহ
শাহে বাঙ্গাল ইলিয়াছ শাহ নজরুল ,মুর্শিদকুলি খান
সোহরাওয়ার্দি ,শেরে বাংলা ,ভাসানী ,মুজিব, জিয়া আমরা সবাই বাঙালি সবাই বাংলাদেশি
হিমালয় থেকে মেঘালয় আমার দেশ
সমগ্র বাংলা আমার বাংলাদেশ ।
যুগে যুগে আমি হেরে গেছি
হারিয়েছি স্বাধীনতা সর্বশেষ পলাশীর প্রান্তরে
তেইশে জুন সতেরো শো সাতান্ন সালে শেষেরবারে ।
আমি বিজয়ী কতবার
শেষ বাংলাদেশ আমার বিজয় একাত্তরে

মন্তব্য করুন