আইটিএফের ইফতার মাহফিল সম্পন্ন

তাইকোয়ান ডো (আই,টি,এফ) বাংলাদেশ চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান ৩ মার্চ ফৌজদারহাট শাখাতে সম্পন্ন হয়েছে। আই,টি,এফ বাংলাদেশ এর সভাপতি ও প্রধান প্রশিক্ষক মোঃ আলী আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ( কাজল )। বিশেষ অতিথি ছিলেন আই,টি,এফ বাংলাদেশের উপদেষ্টা মোঃ আইয়ুব আলী, ক্রীড়া সংগঠক মোঃ ইউছুফ, সমাজ সেবক মোঃ দৌলা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শারমিন, ঈশিতা, আব্দুস সালাম, ইসরাত জাহান রিমি, বৃন্তি দেবী দুষ্টু, রিয়া আক্তার, জান্নাতুল মুসফিরাত, মিফতাহুর জান্নাত চৌধুরী অনন্যা, অঙ্কিতা সামন্ত তন্নি সহ প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতীর শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন