চট্টগ্রামে শতবর্ষী গাছ কাটা ও ১৩ প্রসুতী মায়ের মৃত্যুতে আমরা চাটগাঁবাসীর উদ্বেগ

চট্টগ্রামের টাইগারপাস-সিআরবি অংশে শতবর্ষী গাছ কেটে ও পাহাড়ি সড়ক নষ্ট করে র‍্যাম্প নির্মাণের চেষ্টা ও স্বাস্থ্যখাতে সিজারের পর ১৩ প্রসূতির মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে কৃষ্টি-সংস্কৃতি ঐতিহ্য ও উন্নয়ন সহায়ক সংগঠন আমরা চাটগাঁবাসী।

এক যুক্ত বিবৃতীতে সংগঠনের নির্বাহী প্রধান এবিএম ইমরান বলেন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নাগরিক সমাজ আজ ঐকবদ্ধ। তাই এর কোন ক্ষতি আমরা মেনে নেবোনা।
এই গণদাবীকে সম্মান দিয়ে র‍্যাম্প নির্মান বন্ধের নির্দেশ দেয়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে আমরা ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, হটাৎ করে চট্টগ্রামের বেসরকারী স্বাস্থ্যসেবা খাতে আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে।
মাতৃমৃত্যুর হার কমাতে হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকারি প্রজেক্টগুলো যখন সফলতার ধারপ্রান্তে সে সময় মাত্র
দুই মাসে ১৩ জন প্রসূতি মায়ের মৃত্যু আমাদের ভাবাচ্ছে। হাসপাতালে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি সিজার হওয়া সাভাবিক ঘটনা। আগে এ ধরনের জটিলতা হতো না। কিন্তূ গত জানুয়ারি থেকে হঠাৎ প্রসূতি মায়ের অপারেশনের কয়েক ঘণ্টার মধ্যেই শরীরে নানা জটিলতা দেখা দিচ্ছে। তাদের বেশিরভাগেরই ছিল কিডনি বিকল হয়ে যাওয়া। আবার কারও ক্ষেত্রে হার্টের সমস্যা।
এহেন সমস্যা কেন? এটাকি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া? নাকি কোন নাশকতা?
এই উদ্বেগজনক পরিস্থিতি কাটাতে ১০ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট প্রকাশ করার দাবী জানাচ্ছি।

বিবৃতি দাতা আমরা চাটগাঁবাসী কেন্দ্রীয় নেতৃরা হলেন, ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী, ডা.সালেহ আহমদ সুলেমান, এডভোকেট আবুল হাসান সাহাব উদ্দীন, এডভোকেট কানিজ কাউসার রিমা, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট মাসুদুল আলম বাবলু, এডভোকেট সারওয়ার হোসেন লাভলু, এডভোকেট আব্দুল আজীজ,
এডভোকেট আবুল হাসেম নিজামী, গাজী ইসলামাবাদী, অধ্যাপক একেএম নুরুল বশর সুজন, কবি কামরুল ইসলাম, জানে আলম চৌধুরী, প্রকৌশলী আব্দুল বাতেন, প্রফেসর তরীকুল আলম, প্রকৌশলী শাখাওয়াত ইলাহী শিবলী, শাখাওয়াত হোসাইন রাহুল, রইসুর রহমান তিতু, আনোয়ার হোসাইন।

মন্তব্য করুন