
নিউজগার্ডেন ডেস্ক: লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান বলেন, লালন সংগীত ও ভাব বানীগুলো বিচার বিশ্লেষণ করলে বুঝা যায় তিনি মানবতার জয়গান গেয়েছে। মানুষের কথা বলেছে, তিনি কখনো কোন ধর্ম বর্ণের কথা বলেনি, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা কথা তিনি গানের মাধ্যমে তুলে ধরেছেন। ৪ এপ্রিল বৃহস্পতিবার কোতোয়ালীর কেসিডে রোডস্থ ইসলামিয়া সিটি কনভেনশন হলে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরগেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি নজরুল গবেষক ও গীতিকার এবং কবি মাহমুদুল হাসান নিজামী, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ যুগ্ম সম্পাদক নাসির আহমেদ খান, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিপক কুমার পালিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ মিঠুল দাসগুপ্ত।
লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লুপর্ণা মুৎমুর্দ্দী লোপার সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি সৈয়দ হোসেন শাহর সভাপতিত্বে সংস্কৃতি কর্মী নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় কবিত মঞ্চের সভাপতি কবি এম এ হামেশ আকাশ, নাট্যকার রতন চক্রবর্ত্তী, কবি সুলতান আহমদ কমল, সংস্কৃতিক কর্মী সমর দে, সাংবাদিক আশীষ নন্দী, সংগীত শিল্পী শিলা চৌধুরী, গীতিকার ও সুরকার দিলীপ ভারতী, সংগীত শিল্পী ফারুক আহমেদ, কবি শেখ ফারুক, কবি রোকন উদ্দীন আহমেদ, সংগীত শিল্পী জুয়েল দ্বীপ, মোহাম্মদ ইদ্রিস কাওয়াল, সাংস্কৃতিক কর্মী আয়মান ওসমান, খোকন চন্দ্র দে, সংগীত শিল্পী চন্দনা চক্রবর্ত্তী, মেহাম্মদ হোসেন মিন্টু, কবি শ্যামল দাশ, মীর সাকিব হোসেন, এম ফজলুল হক মনি, সমীর ভট্টাচার্য্য, সৃজন দাশগুপ্ত, ব্যাংকার সুব্রত বড়–য়া, অপর্ণা মুৎসুর্দ্দী অপু, কংকন দাশ, কানু রাম দে রোপি দাশ, নারী উদ্যাক্তা সুপর্ণা মুৎসুর্দ্দী শুক্লা, উর্মি বড়–য়া, সাংবাদিক মোহাম্মদ আরিফ, সুর্য মুৎসূর্দ্দী কিংসুক প্রমুখ।