বিকেএ চট্টগ্রামের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আবদুল লতিফ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ ৬ এপ্রিল নগরীর স্বনামধন্য বাকলিয়া আইডিয়াল স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি জনাব সাজিদ ইসলাম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আবদুল লতিফ।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব হাসান মুকুল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, সহকারী শিক্ষা সম্পাদক এম নরুল আমিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরিফ জামসেদ, নির্বাহী সদস্য মোহাম্মদ এনামুল হক, বাকলিয়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, এস এম জালাল উদ্দীন প্রমুখ।

মন্তব্য করুন