বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে: ইয়াছিন চৌধুরী লিটন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতির কারণে আজকে দেশের মানুষের পেটে খাবার নেই। সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের নাগালের বাইরে। মানুষের মনে ঈদের খুশী নেই। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। তারপরও জনগনের দল হিসেবে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। আর দ্রব্যমূল্য ও অভাব নিয়ে জনগণের সাথে রসিকতা করছে সরকার। এই সরকার জনগণের সরকার না, তাই জনগনের দুঃখ তারা দেখে না।
তিনি রবিবার (৭ এপ্রিল) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন মহানগর জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপি নেতা সফিক আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মাঈনুদ্দীন খান রাজিব, মো. রুবেল, মো. আলম প্রমূখ।

 

মন্তব্য করুন