নিউজগার্ডেন ডেস্ক: মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৪ তম বর্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ৭ই এপ্রিল বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ আলমগীর।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন ও লায়ন শামসুজ্জামান সুমন, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন।
আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুর নবী রাজু, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
নেতৃবৃন্দ বলেন, অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়।অসহায়দের সাহায্যে এগিয়ে আসা সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।