নিউজ ডেস্ক

এতিমদের মাঝে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের ঈদ উপহার বিতরণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর আকবর শাহ আবু হুরাইয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে এই ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলশী থানা বিএনপি নেতা, ঢাকা কাশিমপুর কারাগার থেকে সদ্য কারামুক্ত আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন কাদের জিয়া। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক জহিরুল হাসান জীবন, যুগ্ম আহবায়ক ফজলুল হক চারু, শামসুদ্দিন শামসু, নুরুল করিম লিটন, খুলশী থানা বিএনপি নেতা মো. হাশেম, আকবরশাহ থানা যুবদল নেতা পেয়ার আহমেদ আলী, আবুল বশর রুবেল প্রমূখ।

মন্তব্য করুন