নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম লায়ন্স আই ফাউন্ডেশন প্রাংগনে লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালির উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু ও প্রাক্তন জেলা গর্ভনর লায়ন শাহ আলম বাবুল উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবুবক্কর সিদ্দিকী জিএমটি ডিস্ট্রিক কোর্ডিনেটর লায়ন জাহাঙ্গির মিয়া, এলসিআইএফ ডিস্ট্রিক কোর্ডিনেটর লায়ন আবু মোর্শেদ সহ লায়ন্স ও লিও জেলা এবং ক্লাবের নেতৃবৃন্দ ।
বিতরন কর্মসূচীতে উপস্থিত লায়ন্স ফাউন্ডেশনের সাধারণ কর্মচারীরা ঈদ উপহার পেয়ে খুশিতে আপ্লুত হয় এবং জেলা গভর্নর মাহাদয় এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
কর্মসূচীর আয়োজনে ছিলেন প্রেসিডেন্ট লায়ন ফারাহ বেনজীর আলম এশা, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী লায়ন মোঃ ওসমান গনি, লায়ন শওকতুল ইসলাম, লায়ন শহীদ সরওয়ার মেক্সিম, লায়ন ইঞ্জিনিয়ার আবদুল মোবিন, লায়ন লায়ন মির্জা মনছুরুল হক, এ্যাডভোকেট লায়ন জাহাঙ্গির আলম, লায়ন অনিমেশ রায় চৌধুরী, লায়ন খাজা মইনুদ্দিন রিগান, লিও-লায়ন ফারাজ সহ লিও ক্লাবের নেতৃবৃন্দ ।