নিউজ ডেস্ক

দৌহিত্রসম্পত্তির বিরোধী মামলা বাতিল করতে ৪ সুদৃষ্টিও প্রয়োজন হতে পারে

নিউজগার্ডেন ডেস্ক: মোট ৪টি প্রতিষ্ঠানে ৪টি মামলার সুবিচারের মাধ্যমে দৌহিত্র সম্পত্তির পক্ষে থাকা ৪ বারের ৪টি সুদৃষ্টিনামের কোনো সুযুক্তি বা সুসঙ্গত যুক্তি দিয়েও সংশ্লিষ্ট দৌহিত্র সম্পত্তির কোনো বিরোধী মামলা বা অভিযোগ বাতিল বা খারিজ করার কোনো প্রয়োজন না হওয়ার কোনো সুসঙ্গত কারণ থাকতেপারে না বলে দৌহিত্র আবেদনকারী ধারণা করছেন। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়ন এলাকার বিচারাধীন দৌহিত্র সম্পত্তির পক্ষে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, চট্টগ্রাম জেলা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল ও চট্টগ্রাম অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ জেলা আপীল ট্রাইব্যুনাল মোট ৪টি প্রতিষ্ঠানে উক্ত ৪ সুদৃষ্টি থাকাটা কোনো সুবিচারের পরিচয় বলে দৌহিত্র আবেদনকারী সন্তুষ্টি জানিয়েছেন। এমতাবস্থায় সরকারের পক্ষে কোনো সুযুক্তি না থাকার কারণে উক্ত ২টি প্রত্যর্পণ বা অবমুক্তি মামলার অর্পিত সম্পত্তি না পাওয়ার পরবর্তী কোনো সময়ে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দৌহিত্র সম্পত্তির বিরুদ্ধে আরও কোনো আপত্তি করার জন্য আরও কোনো প্রত্যর্পণ আইনের প্রযোজ্যতা বা গ্রহণযোগ্যতা না থাকার কোনো ধারা হয়ত থাকতে পারে জানিয়ে দৌহিত্র আবেদনকারী বলেছেন, সুবিচারের উক্ত ৪ সুদৃষ্টি থাকার পরবর্তী কোনো সময়ে সংশ্লিষ্ট কোনো দৌহিত্র সম্পত্তিকে অস্বীকার করতে না পারার কোনো সুযুক্তি হিসেবে কোনো ব্যক্তির কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে উক্ত ৪ সুদৃষ্টিও প্রয়োজনহতেপারে। এদিকে সূত্র বলছে, উক্ত ৪ সুদৃষ্টির মধ্যে রাউজান এসিল্যান্ড ও চট্টগ্রাম এডিসি রাজস্ব নামের উক্ত ২টি প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সুবিচারের মাধ্যমে ২টি সুদৃষ্টি থাকা সংশ্লিষ্ট দৌহিত্র সম্পত্তির বিরুদ্ধে মৌরশী সম্পত্তির দাবীদার বাদী হয়ে জগন্নাথ নামের ব্যক্তিটির পক্ষ থেকে চট্টগ্রাম ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালঅ াদালতে দায়ের করা ৪১৮/২০১৭ইং নং নিষেধাজ্ঞার আবেদন মামলাবা অপর মামলাটি স্থানান্তরের মাধ্যমে চট্টগ্রাম ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল আদালতে ৪০৯৮/২০২৪ইং নং মামলা নামে রেকার্ডভূক্ত হয়েছে। সূত্র আরও বলছে, চট্টগ্রাম শহর-কাপ্তাই জল বিদ্যুৎপ্রকল্পের যাতায়াত রাস্তার জন্য উক্ত নোয়াপাড়া ইউনিয়ন এলাকাতে অধিগ্রহণ করা সম্পত্তির কোনো ক্ষতি পূরণের প্রাপ্য বকেয়া টাকা ও অধিগ্রহণ সম্পত্তির অগ্রাধিকারী কোনো বন্দোবস্তীযোগ্য অংশের লীজ বা বন্দোবস্তী পাওয়ার আবেদনকপি ১৬/০১/২০২২ইং তারিখে পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলীর exen-chittdiv1.bwdb@yahoo.com নং বরাবরে Subject Bandobasti+Khatipuron শিরোনামের ইমেইল বার্তার মাধ্যমে পাঠানো হয়েছে। এবার দৌহিত্র সম্পত্তির পক্ষে কোনো সুবিচারের উক্ত দৃষ্টান্ত থাকার কথাটি চলমান মামলার নথির মধ্যে তথা বিভিন্ন প্রতিষ্ঠানের নথির মধ্যে জানা থাকার আশায় ও অধিগ্রহণ সম্পত্তির উক্ত কোনো বাস্তবায়ন অগ্রগতির আশায় ১৪/০৫/২০২৩ইং তারিখের ও ০৩/০১/২০২৪ ইং তারিখেরnewsgarden24.com মুক্তমত খবর কপি যথাযোগ্য ১০/১২/২০২৩ইং তারিখে, ০৩/০১/২০২৪ইং তারিখে ও ১৮/০২/২০২৪ইং তারিখে আইন সচিবের secretary@lawjusticediv.gov.bd নং, চট্টগ্রাম কোর্ট এটুআই তথ্যসেবার acfdesk@gamil.com নং পানি উন্নয়ন বোর্ডের dg.bwdb@gmail.com নং, পাউবো চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলীর exen-chittdiv1.bwdb@yahoo.com নং, রাউজান ইউএনওর unorawzan@mopa.gov.bd নং, রাউজান এসিল্যান্ডের aclraozanchattogram@gmail.com নং তথা বিভিন্ন ইমেইল বরাবরে যথাযথ এক সাথেই পাঠানো হয়েছে বলে সূত্রে প্রকাশ।

মন্তব্য করুন