ওসমান চৌধূরী, চন্দনাইশ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ধোপাছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ চৌধূরী বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সাবেক চেয়ারম্যান ইউসুফ চৌধূরী বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশী আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণি পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী ও গরীব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। সাম্য, মৈত্রী ও স¤প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ-উল-ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে। আনন্দঘন পরিবেশে সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। পিছনের সব গ্লানি দূর করে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় সাঙ্গু কুল, রেখঘাটা, চেমীর মুখ, ক্যাম্প পাড়া, গন্ডা মরা, মাঝের পাড়া, চাপাছড়ী সহ বিভিন্ন এলেকার জনগণের সাথে আলাপ চারিতায় লিপ্ত ছিলেন। এ সময় বিভিন্ন এলেকার যুবকেরা সমবেত হতে থাকে। স্থানীয় যুবকেরা ও এলাকাবাসী ইউসুফ চৌধূরীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ইউসুফ চৌধূরীও এলেকার জনগণকে কথা দেন এই মুহূর্ত থেকে জনগণের ছায়া চেয়ারম্যান হিসাবে কাজ করে যাবেন। পরে সাবেক চেয়ারম্যান ইউসুফ চৌধূরী ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ধোপাছড়ী ইউনিয়নের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।