নিউজগার্ডেন ডেস্ক: মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী অন্যতম নেতা বাম আদর্শের পথিকৃৎ অধ্যাপক মোজাফফর আহমদ এর ১০২ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে ন্যাপ ও ছাত্র সমিতির উদ্যোগে গতকাল ১৪ এপ্রিল এক আলোচনা সভা দক্ষিণ জেলা ন্যাপের সভাপতি ও ন্যাপ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আশীষ কুমার শীলের সভাপতিত্বে ও ছাত্র নেতা নয়ন ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক সি: সাংবাদিক সুভাষ দে।
প্রধান আলোচক ছিলেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির নেতা ও পরিবেশ সংগঠক মিটুল দাশ গুপ্ত, মহানগর ন্যাপের নেতা ও সাবেক ছাত্র নেতা সুভাষ আইচ, ন্যাপ নেতা সাইফুদ্দিন খালেদ ফারুক, উত্তম দাশ গুপ্ত, রোটারিয়ান এম,এ মতিন, নারায়ন চক্রবর্তী, ছাত্র সমিতির রাজেশ দাশ, সাকিবুল হাসান সাকিব প্রমুখ।
অবিলম্বে ‘অধ্যাপক মোজাফফর আহমদ’ এর নামে বিশ্ববিদ্যালয় করে তাকে যথাযথ সম্মানে সম্মানিত করার আহ্বান জানিয়ে বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক সুভাষ দে উপরোক্ত মন্তব্য করে আরো বলেন এই দায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, প্রফেসর মোজাফফর না হলে মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সমর্থন লাভ করা ও ভারত সরকারের সহযোগিতায় দেশ দ্রুত স্বাধীনতা লাভ করতে পারত না।
তিনি অধ্যাপক মোজাফফর আহমদ এর জীবনীর উপর একটা স্বারক গ্রন্থ প্রকাশ করার জন্য জাতীয় ও আঞ্চলিক ভাবে উদ্যোগ নেওয়ার উপর জোর দেন। তিনি মোজাফফরের সেই তত্ত্ব বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবী করে বলেন, ‘ধর্ম কর্ম প্রকৃত গণতন্ত্রের নিশ্চয়তা সহ সমাজতন্ত্র’ আজ প্রয়োজনীয় ও যুগের চাহিদায় পরিণত হয়েছে।
প্রধান আলোচক কেন্দ্রীয় ন্যাপ নেতা ও চট্টগ্রামের পরিবেশ সংগঠক মিটুল দাশ গুপ্ত বলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে প্রকৃত ইতিহাস জাতি ও আগামী প্রজন্মের নিকট তুলে ধরতে হবে, অন্যতায় ইতিহাস বিকৃতির জন্য আগামী প্রজন্ম কাউকে ক্ষমা করবে না। মিটুল দাশ গুপ্ত আরো বলেন অধ্যাপক মোজাফফর আহমদ এর জন্ম এমন এক সময় যখন বাঙ্গালীর হাজার হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখে, আরেক দিকে এই সৎ ও আদর্শিক নেতার অমিয় বানী ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ আজ প্রমাণিত সত্য। সভার শুরুতে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।