নিউজগার্ডেন ডেস্ক: পেশাদার সংবাদকর্মীদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি চকরিয়ার শাখার সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য, দৈনিক আজকের পত্রিকার চকরিয়া প্রতিনিধি, বাপ্পি শাহরিয়ার এর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ভূমিদস্যূ-বনখেকো ও মামলাবাজ গিয়াস উদ্দিন কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সভাপতি এইচ. এম নজরুল ও সাধারণ সম্পাদক এম ওসমান গণি সহ নেতৃবৃন্দ।
অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন- দ্রুত সময়ের মধ্যে যদি সাংবাদিক বাপ্পী শাহরীয়ার এর বিরুদ্ধে দায়েরি মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ওই সাজাপ্রাপ্ত ভূমিদস্য-বনদস্যু ও মামলাবাজ গিয়াস উদ্দিন এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
খবরটি পড়েছেনঃ ৩১