মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশাররফের জামিনে মুক্তি লাভ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, কোতোয়ালী, বাকলিয়া থানায় পুলিশের দায়ের করা রাজনৈতিক মামলায় দীর্ঘ দুই মাস কারাগারে বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন।

বুধবার রাতে কারা ফটকে কারামুক্ত মোশাররফ হোসাইনকে কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় মুহাম্মদ শাহেদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের লক্ষ্য একটাই, দেশকে মুক্ত করতে হবে। এদেশ আমাদের সকলের, এদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিত করার পথ সুগম করুন। দেশ মা ও মাটি মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে। অবরুদ্ধ গণতন্ত্রকে মানুষের মাঝে মানুষের অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দিতে হবে। সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আপনারা অতীতেও আন্দোলন সংগ্রামে ছিলেন আগামীতেও আন্দোলন সংগ্রামে থেকে দেশকে মুক্ত করবেন। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছে, এই আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন