নিউজগার্ডেন ডেস্ক: আগামী ২০ এপ্রিল ২০২৪ তারিখ শনিবার থেকে বাংলাদেশ রেলওয়ে স্টেডিয়াম পলোগ্রাউন্ড চট্টগ্রামে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে শুরু হচ্ছে মাসব্যাপী ১৪তম আন্তর্জাতিক মহিলা এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৪
মেলা আয়োজন উপলক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে ১৯ এপ্রিল ২০২৪ তারিখ শুক্রবার সকাল ১১ টায় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়েছে।
সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আধী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে সিডব্লিউসিসিআই এর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ১৪তম আন্তর্জাতিক মহিলা এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৪ এর চেয়ারপার্সন আবিদা মোস্তফা লিখিত বক্তব্য পাঠ করবেন।
অনুষ্ঠানে সিডব্লিউসিসিআই এর ভাইস- প্রেসিডেন্ট, পরিচালক মন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।