এ কে এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: কাঞ্চনগরে প্রতিপক্ষের ধারালো দা-য়ের কুপের আঘাতে নিহত নুর হোসেন বৈদ্য নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৬ এপ্রিল রাত ১০ টার দিকে কাঞ্চননগরের ৬ নং ওয়ার্ডের মালেক শাহ বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবু তাহের (৬০),পিতা: মৃত জহুর আহমেদ,গ্রাম : উত্তর কাঞ্চন নগর নামে একজনকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
জানা গেছে, রাত ১০টায় অতর্কিতভাবে দা দিয়ে কুপিয়ে জখম করা হয় নুর হোসেনকে। এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মো: নুরুল হুদা জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক সন্দেহে আবু তাহেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খবরটি পড়েছেনঃ ১৫