ভয়াল ২৯ এপ্রিল’৯১ স্মরণে ৭ দফা দাবিতে “নাগরিক অবস্থান কর্মসূচী” চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর

বৃহত্তর চট্টগ্রাম জেলার মুক্তবুদ্ধি চর্চার গবেষণাধর্মী ও মানবাধিকার সংগঠন “প্রজন্ম চট্টগ্রাম’র আয়োজনে, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন, চট্টগ্রাম নাগরিক ফোরাম ও সাধনপুর ফুটন্ত গোলাপ-বাঁশখালীর যৌথ সহযোগিতায়, বাংলাদেশের স্মরণকালের বিগত ২৯ এপ্রিল’৯১ মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ৭ দফা দাবির আলোকে

১) চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের সকল উপকূল অঞ্চলে বিগত ২৯ এপ্রিল’৯১ মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আহত-নিহতসহ ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা। ২) উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নে আধুনিক টেকসই স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ ও প্রাকৃতিক কৃষিসম্পদের সুরক্ষা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণসহ গ্রীষ্ম মৌসুমে নলকূপ থেকে শক্তিশালী ওয়াটার পাম্প স্থাপনের মাধ্যমে সুপেয় পানির উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা। ৩) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে জীবন এবং সম্পদ বাঁচাতে সমন্বিত উপকূল সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং গাছপালার বনায়ন গড়ে তোলা। ৪) উপকূলীয় অঞ্চলে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন গ্রহণ করা। ৫) উপকূল অঞ্চলে দূর্যোগকালীন প্রস্তুতি ও নিরাপত্তা এবং পুর্নবাসনসহ সরকারের বিভিন্ন সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা। ৬) ঘন ঘন সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে উপকূল এবং সমুদ্রের দূষণ রোধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা। ৭) দেশের উপকূলীয় অঞ্চলে ১৯টি জেলা নিয়ে আলাদা “উপকূলীয় বিষয়ক মন্ত্রণালয়” গঠন ও উপকূলীয় অঞ্চলে জনসাধারণের জীবন মান উন্নয়ন এবং সার্বিক নিরাপত্তার প্রদান করা।

ভয়াল ২৯ এপ্রিল’৯১ স্মরণে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে “নাগরিক অবস্থান কর্মসূচী” আগামী ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, বিকাল ৩ টায়, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কাম্য।

মন্তব্য করুন